জাপানে ইমিগ্রেশন

Immigration in Japan

জাপানের আইন মন্ত্রালয়ে বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের আবেদনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের ঘোষণা করেছে। সেখানে এক নতুন নিয়ম লাগু হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, পর্যাপ্ত পয়েন্ট অর্জন করতে পারলে এক বছরের মধ্যেই জাপানে স্থায়ী নাগরিক হওয়ার সুযোগ পাওয়া যাবে। এই বছরের মার্চ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে জাপানের অভিবাসন দফতর।

বিদেশী দক্ষ পেশাজীবীদের জাপানে বসবাসে উৎসাহ দিতেই নাগরিকত্ব দেওয়ার আগের নিয়মে পরিবর্তন এনেছে বলেই জানানো হয়েছে জাপান সরকারের তরফ থেকে। আগে এই দেশের নাগরিকত্ব পেতে ১০ বছর সেখানে বাস করতে হত। ২০১২ সালে ওই নিয়ম বদলে জাপান “পয়েন্ট সিস্টেম” নিয়ে আসে। সেবার থেকে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম থাকার সময় কমিয়ে পাঁচ বছর করা হয়। দেশটির বিচার বিভাগ তিন বছর আগের ওই নিয়মের পরিবর্তে অন্য নিয়মের কথা ঘোষণা করে। এতে ডক্টরেট পাওয়া বিদেশীদের জন্য ৩০ এবং স্নাতকোত্তর ডিগ্রীধারীদের জন্য ২০ পয়েন্ট নির্ধারণ করা হয়।

শিক্ষক, গবেষক কিংবা অ্যাকাডেমিক ক্ষেত্রে পেশাজীবীরা জাপানে ৩-৭ বছর কাজ করলে ৫ থেকে ১৫ পয়েন্ট পাবেন। জাপানি কারিগরি প্রতিষ্ঠানে ৩ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে পাওয়া যাবে ৫ থেকে ২০ পয়েন্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে একই সময়ের জন্য দেওয়া হবে ৫ থেকে ২৫ পয়েন্ট। বাৎসরিক আয় ও জাপানের কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগকারী বিদেশিরা পেতে পারেন ১০ থেকে ৫০ পয়েন্ট। কোনো জাপানি প্রতিষ্ঠানে ভালো গবেষণাকর্মের স্বীকৃতি থাকলে মিলবে ২৫ পয়েন্ট। এছাড়া অন্তত ৪টি বিশেষ ক্ষেত্রে দক্ষতা অর্জনকারী বিদেশিরা পাবেন ২০ বোনাস পয়েন্ট। সঙ্গে জাপানি ভাষায় দক্ষতা থাকলে মিলবে আরও ১৫। সব যোগ করে ৭০ পয়েন্ট হলে তিন বছর জাপানে বসবাস করছেন এমন বিদেশিরা স্থায়ী হওয়ার আবেদন করতে পারবেন; আর ৮০ পয়েন্টধারীদের ক্ষেত্রে এ সুযোগ মিলবে এক বছরেই।

Leave a Reply