কোন ব্যাংকে এবং কিভাবে স্টুডেন্ট ফাইল ওপেন করবেন?
স্বপ্ন যাদের বিদেশে উচ্চ শিক্ষা। প্রতিনিয়ত তাদের মাথায় নানাবিধ চিন্তা কাজ করে থাকে।
কখন, কোথায়, কিভাবে শুরু করবেন তা নিয়ে অনেকেই হতাশ থাকেন। দীর্ঘ খোঁজ খবর নেওয়ার পর যখন মানসিকভাবে আপনি প্রস্তুতি নেন বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদন করবেন তখন নতুন এক চিন্তা আপনার মাথায় চলে আসবে। বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি, টিউশন ফি, বাসা ভাড়া প্রেরণ ও অন্যান্য ফি কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দে থাকতে হয়। কেননা এসব কাজে আর্থিক লেনদেনের বৈধ ও নিরাপদ উপায় হচ্ছে ব্যাংক। আর এজন্য ব্যাংকে স্টুডেন্টের নামে খোলা হয় বিশেষ এই একাউন্টস যার নাম স্টুডেন্ট ফাইল।
ব্যাংক স্টুডেন্ট ফাইল খোলার সময় আপনার অপশন অনেক। তবে যে সকল ব্যাংকের অনলাইন লেনদেনের ব্যবস্থা আছে তাদের এই ক্ষেত্রে বেশি পছন্দ করা হয়। আর ব্যাংকে স্টুডেন্ট ফাইল খোলার সময় সেই ব্যাংকের এই ব্যাপারে কাজ করার অভিজ্ঞতা আছে কি না সেটা দেখে নেওয়া উচিত। আর তারা দ্রুত ও নিরাপদে টাকা ট্রানজ্যাক্ট করতে পারছে কি না সে বিষয়েও খোঁজ নিয়ে নিতে হবে।
বাংলাদেশে বেশ কিছু ব্যাংক স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে থাকে এরমধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যাংকের নাম নিম্নে উল্লেখ করা হলো:
- Brac Bank
- City Bank
- Eastern Bank
- Commercial Bank of Ceylon
- Standard Charterd Bank
- AB Bank
- Rupali Bank Limited
- IFIC Bank Limited
- United Commercial Bank Limited
তবে বর্তমানে আরো অনেক ব্যাংকই স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে থাকে।
বেশ কয়েকটি সরকারি ব্যাংকেও আপনি স্টুডেন্ট ফাইল খুলতে পারবেন। তাই এই লিস্ট এর বাহিরেও আপনি অন্যান্য ব্যাংকগুলোতে গিয়ে ও অন্যান্য অপশন বিবেচনা করে আপনার পছন্দের ব্যাংক নির্বাচন করতে পারেন।
স্টুডেন্ট একাউন্টস খোলার সময় আপনি আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে ব্যাংকে যাবেন। তারা আপনার বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য দেখে শুনে স্টুডেন্ট ফাইল খোলার ব্যবস্থা গ্রহণ করবে। আপনি একটি ফর্ম পূরণের মাধ্যমে বিদেশে টাকা প্রেরণের আবেদন করবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
★এডমিশন লেটার
★২ কপি ছবি
★ সকল মার্কশিট ও সনদপত্র
★ যেই ব্যাংক এ টাকা পাঠাবেন তার রিফান্ড পলিসি
★ যেই বিষয় এ পড়বেন তার ব্যাপারে তথ্য, যেমন কত Semester, কত দিন লাগবে পড়তে
★ এমব্যাসি’র ভিসা Requirement পেজ, যেখানে টাকার পরিমান দেয়া আছে
★ নতুন এবং পুরান পাসপোর্ট এবং তার ফটোকপি
★ জাতীয় পরিচয় পত্র
★ একজন নমিনির জাতিয় পরিচয় পত্র এর ফটোকপি
★ নমিনির নামে বিলের (বিদ্যুৎ, গাস) কপি, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স, চাকুরীজীবী হলে সেলারি সার্টিফিকেট এর ফটোকপি
★ নমিনির ১ কপি ছবি
একদিনেই আপনি ফাইল ওপেন করতে পারবেন। আর জার্মানিতে ব্লক একাউন্টের ক্ষেত্রে ৭৯০৮ ইউরো এর সমপরিমাণ টাকা আপনার একাউন্টে জমা দেওয়ার পরেই আপনি টাকাটা ব্লক করে ব্লক সার্টিফিকেট নিতে পারবেন। এক্ষেত্রে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক/দুই দিন সময় লাগবে।
কত টাকা জমা রাখতে হবে এবং কোন ব্যাংকের চার্জ কেমন ?
স্টুডেন্ট ফাইল খুলতে ব্যাংক ভেদে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা লাগতে পারে। তবে কিছু শিক্ষার্থীদের কাছে প্রাপ্ত তথ্য মতে কিছু ব্যাংক এর ফাইল ওপেন ফি- সিটি ব্যাংক ৬৫০০ টাকা, ইস্টার্ন ব্যাংক ৫৭৫০ টাকা, কমার্সিয়াল ব্যাংক অফ সিলন্স ৫৭৭৫ টাকা, সোনালী ব্যাংক ৩৪৫০ টাকা। আর তাদের চার্জ ও ব্যাংক ভেদে ভিন্ন হয় কিন্তু তা ১২০০-৩০০০ টাকা এর মধ্যে হয় ।
কোন ব্যাংক এর সার্ভিস কেমন ?
ব্যাংক এর সার্ভিস একটু অন্যতম বিষয়। দেখা গেছে স্টুডেন্ট ফাইল খোলার আগে খুবই ভাল ব্যবহার করছে আর তার পর অন্যরকম। ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক বনানী ব্রাঞ্চ, কমার্সিয়াল ব্যাংক অফ সিলন্স এর গুলশান ব্রাঞ্চ, এবি ব্যাংক এর ধানমন্ডি ব্রাঞ্চ এর সার্ভিস ও ব্যবহার অনেক ভাল বলে শিক্ষার্থীদের কাছে জানা গিয়েছে। তবে আপনি যেই ব্যাংকেই একাউন্ট খোলেন না কেনো অবশ্যই আপনাকে দেখে, শুনে, বুঝে তারপর একাউন্ট ওপেন করতে হবে। মনে রাখবেন একটি ভুল সিদ্ধান্ত আপনার বিদেশে উচ্চ শিক্ষার পথে কখনোই যেনো বাধা না হয়।