Animated Button Book an Appointment

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

“উইডেনফেল্ড হফম্যান স্কলারশিপ’’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন ভিন্ন।

শিক্ষার্থীরা যে যে বিষয়ে অধ্যায়নের সুযোগ পাবেন
সিভিল ল, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অ্যাডভান্সড কম্পিউটার সোয়েন্স, আফ্রিকান স্টাডিজ, বায়োডাইভার্সিটি, কনজারভেশন এন্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল পলিসি, চাইনিজ স্টাডিজ, ডিপ্লোম্যাটিক স্টাডিজ, এডুকেশন, এনার্জি সিস্টেমস, এনভারনমেন্টাল চ্যাঞ্জ এন্ড ম্যানেজমেন্ট।

সোশ্যাল ইন্টারভেনশন এন্ড পলিসি ইভালুয়েশন, ফিন্যান্সিয়াল ইকোনমিক্স, গ্লোবাল গভার্ন্যান্স এন্ড ডিপ্লোম্যাসি, হেলথ সায়েন্স এন্ড ইপিডেমিওলোজি, ইন্টারন্যাশনাল হেলথ এন্ড ট্রপিক্যাল মেডিসিন, ইসলামিক স্টাডিজ এন্ড হিস্টোরি, মাইগ্রেশন স্টাডিজ, সোশ্যাল সায়েন্স ও ওয়াটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ
• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
• জীবনযাত্রার খরচের জন্য উপবৃত্তি হিসেবে ১৭ হাজার ৬৬৮ ইউরো পাউন্ড প্রদান করবে। বাংলাদেশি টাকায় প্রায় ২০ লাখ ৩৪ হাজার টাকা।
• ইউরোপীয় সংস্কৃতি এবং এর ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ।

আবেদনের যোগ্যতা:
• নির্ধারিত স্নাতকোত্তর বিষয়ে আবেদন করতে হবে।
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক হতে হবে।
• কোর্স শেষে দেশের ফিরে যেতে ইচ্ছুক হতে হবে।
• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটিতে নূন্যতম ১০০ পেতে হবে। অথবা আইইএলটিএসে কমপক্ষে ৭ স্কোর তুলতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে। যেহুতু কোর্সভেদে আবেদনের সময়সীমা আলাদা। এজন্য আবেদনকারীকে পছন্দকৃত কোর্সে আবেদনের সময়সীমা অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। আবেদন করতে এবং সময়সীমা জানতে এখানে ক্লিক করুন।

https://www.ox.ac.uk/admissions/graduate/fees-and-funding/fees-funding-and-scholarship-search/weidenfeld-hoffmann-scholarships-and-leadership-programme?mibextid=Zxz2cZ

Leave a Comment

Scroll to Top