রাশিয়ায় শতভাগ স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ

রাশিয়ায় শতভাগ স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ

তুলনামূলক কম খরচে উন্নত শিক্ষার সুব্যবস্থা রয়েছে রাশিয়ায়। এদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ওয়ার্ল্ড রাঙ্কিং এর শীর্ষ সারিতে অবস্থান করছে। প্রতি বছর রাশিয়ান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিপুল পরিমাণ বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো ‘রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ’। এ বৃত্তির অধীনে শতভাগ ফান্ডিং পেতে হলে আপনাকে পড়তে হবে রাশিয়ান ভাষায়। চিন্তা নেই, বৃত্তি পেয়ে গেলে ওদের খরচেই মূল কোর্সের পূর্বে ৭ মাস রাশিয়ান (রুশ) ভাষা ও ২ মাস রাশিয়ান সংস্কৃতির ওপর কোর্স করেতে হবে।

স্কলারশিপ এর নাম:
রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে:
এই স্কলারশিপএর আওতায় আপনি পিএইচডি, মাস্টার্স এবং ব্যাচেলর কোর্স করতে পারবেন।

স্নাতক বা আন্ডারগ্রাজুয়েট লেভেলে বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ের ১৫ এর অধিক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বিষয় তালিকায় প্রকৌশলবিদ্যার সাথে আছে চিকিৎসাবিদ্যাও। তবে সেখানে ৬ বছর মেয়াদী ডিগ্রিটি এমবিবিএস নয়, ডক্টর অব মেডিসিন (এমডি), যেটি বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল এসোসিয়েশন কর্তৃক স্বীকৃত। ডিগ্রিটির বিশেষত্ব হচ্ছে, এটি শেষ করে আপনি চাইলে প্রাইভেট প্র্যাক্টিসও করতে পারবেন, আবার সরাসরি বিজ্ঞানী হিসেবে ওষুধ ও স্বাস্থ্যে গবেষণা করতে পারবেন।

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ:

স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেন-

১। টিউশন ফি

২। পরীক্ষার ফী

৩। বিনামুল্যে বই ( ফেরতযোগ্য )

৪। আংশিক মাসিক ভাতা ও একোমোডেশন ভাতা।

কিন্তু জীবনযাপন, হেলথ-ইনস্যুরেন্স ও অন্যান্য খরচ শিক্ষার্থীকেই বহন করতে হয়। বিশ্ববিদ্যালয় থেকে নামমাত্র মূল্যে আবাসন দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে হাত খরচ বাবদ কিছু বৃত্তি দেওয়া হয়। তাতে টুকিটাকি খরচ চলে যায়।

আবেদনের যোগ্যতা:
এই স্কলারশিপের জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতা-

১। ব্যাচেলর বা স্পেশালিস্ট কোর্সের বৃত্তির জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি পেতে হবে।

২। মাস্টার্স কোর্সের জন্য এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রথম শ্রেণি ও অনার্স বা সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকা অত্যাবশ্যক।

আবেদনের সময়সীমা:
২৪ ডিসেম্বর, ২০২২ থেকে
২০ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত।

আবেদনের লিংক:
http://education-in-russia.com/

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য:
বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশও এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারে।

আবেদন প্রক্রিয়া:
প্রার্থীকে প্রথমেই সকল কাগজপত্র (একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট) শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। কমপক্ষে ১৮ মাস মেয়াদ রয়েছে এরকম পাসপোর্ট থাকতে হবে।
পাশাপাশি ব্যক্তিগত তথ্য এবং অভিজ্ঞতার তথ্য উল্লেখ পূর্বক অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। স্টাডি গ্যাপ গ্রহণ যোগ্য, তবে অপেক্ষাকৃত কম বয়সীরা অগ্রাধীকার পাবে।

সম্পূর্ণ তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা, তথ্য ও সার্বিক সহযোগিতা এবং ভিসার অন্যান্য সকল কার্য সম্পাদনের জন্য রয়েছে ঢাকাস্থ রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র। কেন্দ্রটি রোড নম্বর ১০ (ভাষা সৈনিক আবদুল মতিন সড়ক) ধানমন্ডিতে অবস্থিত। রাশিয়ান সরকারের বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রণালয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে এটি।
স্কলারশিপ প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবে:

১। Online আবেদন ফর্ম

২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট

৩। জন্ম সনদ

৪। অভিজ্ঞতা সনদ (যদি থাকে)

৫। NID ও পাসপোর্টের কপি

এরপর সর্বোচ্চ জিপিএ ও সিজিপিএ’র ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক ও ক্ষেত্রবিশেষে প্রয়োজনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাথমিকভাবে চূড়ান্ত নির্বাচিত করা হয়।

এই নির্বাচন প্রক্রিয়াটি করে থাকে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

শেষ ধাপে সমস্ত কাগজের ন্যূনতম চার কপি নোটারি করতে হবে। এছাড়া মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন—যাতে আপনার এইচআইভি ও অন্যান্য জটিল কিছু রোগব্যাধি নেই প্রমাণ করা হবে।

আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য এবং সহযোগিতার জন্য নিম্নোক্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন: 01943-308044

Leave a Reply